কয়রা উপজেলা অফিসার ইনচার্জ জনাব জি এম ইমদাদুল হক এর সাথে কয়রা ব্লাড ব্যাংক- কয়রা ফুড ব্যাংক এর সাথে সৌজন্যে সাক্ষাৎ এবং আলোচনা শেষে ওসি এমদাদুল হক কে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নিয়েছেন কয়রা ব্লাড ও ফুড ব্যাংক এর সদস্যরা ।
১৫ নভেম্বর শুক্রবার সকাল ১১ ঘটিকায় কয়রা থানায় নতুন কর্মস্থলে যোগদান উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠনটির এ প্রাণঢালা অভিনন্দন ।
ব্লাড ব্যাংক সদস্যদের উদ্দেশ্য ওসি এমদাদুল হক বলেন, মানুষ মানুষের জন্য এটা বাস্তব জীবনে কয়রা ব্লাড ব্যাংক এর সদস্যরা কয়রাবাসী কে দেখিয়ে দিচ্ছে জরুরী প্রয়োজনে অসহায় মানুষের পাশে হাজির হয় কয়রা ব্লাড ব্যাংক সদস্যরা।
কয়রা ব্লাড ব্যাংক এর সভাপতি বলেন, আমরা কয়রাতে ২০১৭ সাল থেকে মানুষের পাশে আছি কয়রাতে সেচ্ছাসেবী সংগঠনের আইডল হয়ে আছে কয়রা ব্লাড ব্যাংক এর প্রতিটা সদস্য আমরা মানুষের পাশে আছি,ব্লাড দিয়ে, অসহায় মানুষের খাবার দিয়ে, অসুস্থ মানুষের ঔষধ কিনে দিয়ে,অসুস্থ পাগলদের চিকিৎসা দিয়ে, আমরা সমাজের অসহায় মানুষদের নিয়ে কাজ করি সারাজীবন এভাবে আমরা করে যাবো
সাধারণ সম্পাদক বলেন, পরিশেষে, আপনার চলার পথ হোক নিষ্ঠায় নিবিড়, প্রজ্ঞায় প্রোজ্জ্বল, কীর্তিতে মহীয়ান, কর্মে বিরামহীন আর খ্যাতিতে কুসুম কোমল কোলাহলময়।