1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

তালা শিরাশুনী এলাকায় জলাবদ্ধতা পরিদর্শন করলেন অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫

 

মহিবুল্লাহ মহিব, তালা (সাতক্ষিরা) প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ ২০ আগস্ট দুপুরে তালা উপজেলার শিরাশুনি এলাকার জলাবদ্ধতা পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের ভোগান্তির কথা শোনেন। এলাকাবাসী জানান, সাম্প্রতিক টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পানিতে হঠাৎ করেই আমাদের গ্রাম প্লাবিত হয়ে গেছে। সঠিক পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় গ্রামীণ সড়ক, বাড়িঘর ও শিক্ষাপ্রতিষ্ঠান পানিবন্দি হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। রান্নাবান্না, কৃষিকাজ, এমনকি শিশুদের পড়াশোনা সবকিছুই থমকে গেছে। গত তিন বছর ধরে এই পানি আমাদের স্বাভাবিক জীবন থমকে দিয়েছে। বিশুদ্ধ পানির সংকট, পানিবাহিত রোগ আর স্বাস্থ্যঝুঁকি বাড়ছে প্রতিনিয়ত। কর্মহীন হয়ে পড়েছেন শত শত মানুষ।

অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, মানুষের কষ্ট আমাকে ব্যথিত করেছে। নির্বাচিত হলে জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং টেকসই বাধ সহ অবকাঠামো নির্মাণে অগ্রাধিকার দেওয়া হবে। এ জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য কেশবপুর,ডুমুরিয়া ও তালা কলারোয়া এই তিন সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। কারণ এ উজানের পানি কেশবপুর থেকে নেমে আসে তালার অঞ্চল দিয়ে সে পানি ডুমুরিয়া এলাকায় প্রবেশ করে। সেসব নদী,খাল পলি জমে ভরাট হওয়ায় পানি নিষ্কাশন ঠিকমতো না হওয়ায় প্রতিবছর এলাকার প্রায় ৫ হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়ে। তিনি নির্বাচিত হলে এলাকার জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

 

পরিদর্শনে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা জামাতের কর্ম পরিষদ সদস্য ডাক্তার আফতাব উদ্দিন, তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী,উপজেলা কর্ম পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন, তেতুলিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল হালিম।

এছাড়া স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট