
মোঃ মোবারক হোসেন মহিনঃ দীঘিনালা(খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দীঘিনালা উপজেলা বিএনপি ।
আজ বুধবার (০৩-সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকার সময় দীঘিনালা সরকারি কলেজের নিচে হলুদ চত্বরে জড়ো হতে থাকেন উপজেলা’র বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযাগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা ।
বিশাল র্যালি নিয়ে উপজেলার প্রধান সড়ক দিয়ে বোয়ালখালী বাস টার্মিনাল-বাজার শেষে হলুদ চত্বরে এসে সমবেত হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন- উপজেলা বিএনপি’র সভাপতি জনাব মোঃ শফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিংকু ।
বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এড. বেদারুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন।
এছাড়াও উপজেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর জনগণ কথা বলার অধিকার হারিয়েছে, ভোটাধিকার হারিয়েছে এবং স্বৈরাচারের নানান নিপীড়ন সহ্য করেছে । আজকের এই দিনে ৪৭ বছর পূর্বে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার, গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে ।
বক্তারা আরও বলেন, খাগড়াছড়ি জেলায় সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়ার বিকল্প কেউ নেই । তাই ধানের শীষে ভোট দিয়ে ওয়াদুদ ভূঁইয়া তথা বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান ৷
এছাড়াও প্রধান অতিথি জেলা বিএনপি যুগ্ম-সম্পাদক অনিমেষ চাকমা রিংকু বলেন- বিগত আওয়ামী দুঃশাসনে দীঘিনালায় সাধারণ মানুষ কে কাশেম-জসিমের রাম রাজত্বের অবসান ঘটেছে।
আলোচনা শেষে প্রধান অতিথি কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয় ।