মোঃ মেহেদী হাসান রানা (ঢাকা প্রতিনিধি)
ঝালকাঠির রাজাপুর উপজেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ভবনে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম হারুন অর রশীদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজাপুর কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ জাকির হোসেন।
এ সময় বক্তারা টাইফয়েড প্রতিরোধে টিকাদানের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টিতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
অরিয়েন্টেশন সভার আয়োজন করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়। এতে নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আবুল খায়ের মাহমুদ রাসেল।
সভায় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।