আশরাফুল ইসলাম
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন উপজেলার ১১ টি ইউনিয়ন ও পৌর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রাটি ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদের অডিটোরিয়ামে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনির সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, একেএম হারুন অর রশিদ, অ্যাডভোকেট শাহজাহান সাজু, শাহজাহান জয়পুরী, আব্দুল্লাহ আল মামুন খোকন,শরিফ আবেদীন জায়েদী, পৌর বিএনপির সদস্য সচিব নূরে আলম জিকু, যুগ্ম-আহ্বায়ক জুলফিকার আলী টিপু, হায়দার আলী প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জন্মলগ্ন থেকে এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও স্বাধীনতার জন্য সংগ্রাম করছে। আওয়ামী ফ্যাসিস্ট সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। সামনে ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমরা প্রস্তুতি নিচ্ছি।
এ নির্বাচনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে হবে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাঁর হাতকে শক্তিশালী করব। একই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করছি। পাশাপাশি আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে শপথ করছি, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত রাজপথেই ছিলাম, আছি থাকবো।