মাহফুজুর রহমান সিংড়া(নাটোর)প্রতিনিধি
নাটোরের সিংড়ায় আত্রাই নদীতে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ জাল ও ব্যবহার কৃত ৪টি নৌকা জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর বেলা ১১ঘটিকার সময় সিংড়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শাহাদত হোসেনের নেতৃত্বে ও যৌথ বাহিনীর সহযোগিতায় ৮নং শেরকোল ইউনিয়নের অংশের আত্রাই নদী হতে ৪,০০০মিটার কচাল জাল যার বাজার মুল্য ৪ লক্ষ টাকা, ব্যবহার কৃত ৪টি নৌকা যার বাজার মূল্য আনুমানিক ৮ লক্ষ টাকা। সেই সাথে ১১জন মৎস্য শিকারিকে আটোক করা হয়। পরবর্তিতে মুচলেকা নিয়ে প্রথম বারের মত সতর্ক বার্তা দিয়ে মৎস্য শিকারীদের ছেড়ে দেওয়া হয়।
জব্দ কৃত জাল সিংড়া কোর্ট মাঠে দিবালোকে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।