রুহুল আমিন,ঢাকা(জেলা প্রতিনিধি)
নূর সুস্থ হয়নি বানানো হয়েছে,এমন মন্তব্য করে বিকেলে ঢাকা মেডিকেল কলেজে নুরকে দেখতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেছেন গন অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
গত কয়েকদিন আগে জাপা ও কোন অধিকার পরিষদের সাথে পাল্টা সংঘর্ষে গুরুতর আহত হয় সাবেক ডাকসু (ভিপি) ও কোন অধিকার পরিষদের সভাপতি,নুরুল হক নুর।সাথে সাথে ঢাকা মেডিকেল কলেজে থাকে জরুরি বিভাগে আইসিইউতে রক্তাক্ত অবস্থায় ভর্তি করা হয়।
সাংবাদিকদের টিম প্রশ্নের জবাবে দেয়া তোর নাকের ভিতর হাড্ডি ও রক্তক্ষরণের অবস্থা বর্ণনা দিতে গিয়ে বলেন,বর্তমানে নুরের অবস্থা বেশি ভালো নয় নাকের হাড় এবং রক্তক্ষরণ সহ জ্ঞান ফিরতে আরেকটা সময় লাগবে।
কিছুদিন আগে পদ্মা উপদেষ্টার বক্তব্য দেয়া বিবৃতিতে জানানো হয় লোককে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়া হবে।
তিনি সাংঘাতিকদের প্রশ্নের জবাব আরো বলেন,নূরকে তার পরিকল্পনার জন্য সেদিন আঘাত করা হয়েছিল,বর্তমানে শরীরের যে, পরিস্থিতি চলছে তাকে বিদেশে পাঠানো যত দ্রুত সম্ভব হবে এত তাড়াতাড়ি নুর সুস্থ হবে।
এর আগে প্রধান উপদেষ্টা বলেছে নূরকে বিদেশে পাঠানোর জন্য উন্নত চিকিৎসার বোর্ড গঠন করে দ্রুত সম্ভবই তাকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিবে বলে জানিয়ে,তাই যত দ্রুত সম্ভব বিদেশে পাঠানো হোক উন্নত চিকিৎসার জন্য।