আব্দুল আজিজ নাচোল সংবাদদাতা।
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে র্যালিটি নাচোল পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাটচাতাল মাঠে এক বিশাল সমাবেশে রূপ নেয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক, ত্যাগী ও সংগ্রামী নেত্রী মাসউদা আফরোজ হক সূচি। তিনি বলেন, “বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের শাসনামলে বিএনপির নেতাকর্মীরা এক মুহূর্তও নির্বিঘ্নে চলাফেরা করতে পারেনি। রাতের পর রাত নির্ঘুম কাটাতে হয়েছে, মিথ্যা মামলা আর গুম-খুনের আতঙ্কে মানুষ জর্জরিত ছিল। আজ সেই আওয়ামী লীগ নিজেদের অপকর্মের কারণে জনবিচ্ছিন্ন হয়ে দেশ ছেড়ে পালিয়েছে। জনগণের রায়ে তাদের আর ক্ষমতায় ফেরার সুযোগ নেই।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “বাংলার মাটিতে আর কোনো ফ্যাসিস্ট শাসন চাপিয়ে দেওয়া যাবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটের জোয়ারে ধানের শীষের বিজয় অনিবার্য। জনগণ বিএনপিকে ভালোবেসে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়া ও আগামী দিনের আশা তারেক রহমানকে ভালোবেসে গণআন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, ইনশাআল্লাহ চাঁপাইনবাবগঞ্জের আসন আমরা তারেক রহমানকে উপহার দেবো।”
সূচি আরও বলেন, “বিএনপি কখনো দেশের বিরুদ্ধে নয়, দেশের মানুষের পাশে থেকেছে। আওয়ামী লীগ আজ দেশের সম্পদ লুট করে বিদেশে বিলাসবহুল প্রাসাদে বসবাস করছে। অথচ দেশের সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধিতে দিশেহারা। দেশের মানুষ আজ বুঝে গেছে বিএনপিই এদেশকে বাঁচাতে পারে, তাই রাজপথে জনতার স্রোত ধানের শীষের পক্ষে।”
র্যালি ও সমাবেশে সভাপতিত্ব করেন নাচোল উপজেলা বিএনপির সভাপতি এম মসিদুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারেক, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। এছাড়াও বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান মুক্তা, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান ইমতিয়াজ প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। র্যালির পুরো সময় জুড়ে “দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি চাই”, “তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার হবে”, “ধানের শীষের বিজয় আসছে”—এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে নাচোল পৌর এলাকা।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনকে ঘিরে নাচোলের রাজনৈতিক অঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নেতাকর্মীদের ঢল প্রমাণ করেছে—দেশে পরিবর্তনের জোয়ার শুরু হয়ে গেছে।