মো: মোবারক হোসেন মহিন দীঘিনালা(খাগড়াছড়ি)প্রতিনিধি
তৃণমূল পর্যায়ে মহিলা দলকে সংগঠিত করার লক্ষ্যে ও আগামী জাতীয় সংসদ নির্বাচন-কে সামনে রেখে রামগড় উপজেলা মহিলা দলের উদ্যোগে ১নং রামগড় ইউনিয়নের লামকু পাড়ায় মহিলা দলের “উঠান বৈঠক” অনুষ্ঠিত হয়েছে ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: হাফেজ আহাম্মদ ভূঁইয়া (সহ-সভাপতি) খাগড়াছড়ি জেলা বিএনপি। প্রধান বক্তা: মারিয়াম আক্তার মনি (সি: সহ-সভাপতি) খাগড়াছড়ি জেলা মহিলা দল, বিশেষ অতিথি: মোঃ জসিম উদ্দিন (সভাপতি) রামগড় উপজেলা বিএনপি। মোঃ বাহার উদ্দিন (সভাপতি) রামগড় পৌর বিএনপি । সাফায়েত মোর্শেদ ভূঁইয়া (সাধারণ-সম্পাদক) রামগড় উপজেলা বিএনপি । মোঃ শেফায়েত উল্যাহ (সাধারণ সম্পাদক) রামগড় পৌর বিএনপি।
আকলিমা খানম (যুগ্ম-সম্পাদক) খাগড়াছড়ি জেলা মহিলা দল।
জাহানারা বেগম পারুল (আহবায়ক) রামগড় উপজেলা মহিলা দল।
আরো উপস্থিত ছিলেন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।
এতে বক্তারা বলেন- দুঃসময়ে ওয়াদুদ ভূইয়ার ছায়াতলে সবাই ঐক্যবদ্ধ ছিলাম, এখন সুসময়ে অনেক কুকিলদের আগমণ ঘটেছে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সতর্ক থাকার আহব্বান করেন ।
এতে বক্তারা আরও বলেন- জনগণের পাশে থেকে সবাই ধানের শীষ পক্ষে ওয়াদুদ ভূইয়া কে নির্বাচিত করতে ভোটের মাঠে কাজ করার আহব্বান জানান ।
নাম: মোবারক হোসেন মহিন
প্রতিনিধি: দীঘিনালা (খাগড়াছড়ি) ।
তারিখ: ০৪/সেপ্টেম্বর/২৫ বৃহস্পতিবার।
মোবাইল: ০১৮২৪৭২১৪৬১.