
মুহাম্মদ তোয়াহার উদ্দিন( স্টাফ রিপোর্টার)
কক্সবাজার জেলার এসএসসি বৃত্তি ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর জেলার মধ্যে সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, যেখানে ৯ জন ট্যালেন্টপুলসহ মোট ৫২ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এ সাফল্যের মাধ্যমে প্রতিষ্ঠানটি জেলার শীর্ষস্থান দখল করেছে।
এছাড়া অন্যান্য বিদ্যালয়ের মধ্যে উল্লেখযোগ্যভাবে সাফল্য অর্জন করেছে বায়তুশ শরফ শাহ জব্বারিয়া একাডেমি ২৪ জন, চকরিয়া কোরক বিদ্যাপীঠ ২১ জন এবং কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয় ১৯ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।
উপজেলা ভিত্তিক ফলাফল: সদর উপজেলা: ১৫২ জন
চকরিয়া উপজেলা: ৭৫ জন, রামু উপজেলা: ৪৪ জন,,
উখিয়া উপজেলা: ২৫ জন, পেকুয়া উপজেলা: ২১ জন
মহেশখালী উপজেলা: ১৭ জন, টেকনাফ উপজেলা: ১২ জন এবং কুতুবদিয়া উপজেলা: ৯ জন।
এবার মোট শিক্ষার্থী ট্যালেন্টপুল এবং সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে, যা জেলার শিক্ষার মানোন্নয়নে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।
বৃত্তির অর্থ বরাদ্দ: ট্যালেন্টপুল প্রাপ্ত শিক্ষার্থীরা:মাসিক ভাতা: ৬০০ টাকা বার্ষিক এককালীন অনুদান: ৯০০ টাকা
মেয়াদ: দুই বছর সাধারণ গ্রেড প্রাপ্ত শিক্ষার্থীরা:মাসিক ভাতা: ৩৫০ টাকা বার্ষিক এককালীন অনুদান: ৪৫০ টাকা
মেয়াদ: দুই বছর। জেলার শিক্ষাবিদরা জানিয়েছেন, এ ফলাফল শিক্ষার্থীদের আরও উৎসাহিত করবে এবং
শিক্ষা খাতে কক্সবাজারের অবস্থানকে আরও সুদৃঢ় করবে।