মো: রিয়াজুল ইসলাম নেছারাবাদ (স্বরুপকাঠী)প্রতিনিধি পিরোজপুর)।
০৫/০৯/২০২৫ ইং পিরোজপুর জেলার নেছারাবাদ থানার ৭নং গুয়ারেখা ইউনিয়ন এর ১ নং ওয়াড ভরতকাঠী টু শ্রীরামকাঠী খেয়ায় হঠাৎ করে অতিরিক্ত ভাড়া ধার্য করে খেয়া কর্তৃপক্ষ।এতে সাধারণ মানুষের মধ্যে
খোবের সৃষ্টি হয়।০৫ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার বিকাল ৪ ঘটিকায়।
৭(সাত)টাকা ভাড়া থেকে ১৫ (পনের)টাকা ভাড়া নির্ধারণ করে খেয়া কর্তৃপক্ষ। এর প্রতিবাদে গুয়ারেখা ও দৈহারী সর্বস্তরের জনগণ গণস্বাক্ষর ও মানববন্ধন
করেন।
সাধারণ মানুষের হয়ে বক্তব্য তুলে ধরেন মাওলানা মো:মহিবুল্লাহ সাহেন।এবং মো:মিঠু সিকদার বিষয় টি জেলা প্রশাসক এর নজরে নিয়ে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা নিরসনের আকুল আবেদন জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা কে জানানো হলেও সেখান থেকে কোনো সমাধান তারা পায়নি।
খেটে খাওয়া মানুষের পক্ষে ১৫(পনের) টাকা ভাড়া অনেক জুলুম হয়ে যায়।তারা দাবি করে খেয়া ভাড়া ৫ (পাচ) টাকা নির্ধারণ করার জন্য।
মানববন্ধনে উপস্থিত ৩ শতাধিক স্বাক্ষর স্বাক্ষরিত হয়।
পিরোজপুর ও নাজিরপুর যাতায়াতের এই মাত্র একটি পথ, এই ঘাট থেকে প্রতিদিন হাজার মানুষের জলাচল সরকার বিষয় টি আমলে নিয়ে সুন্দর একটি সমাধান তাদের চাওয়া।