স্টাফ রিপোর্টার
আলগি ইউনিয়ন ও হামিরদী ইউনিয়ন বাসীর কঠিন হুঁশিয়ারী
যে কোন মূল্যে ভাঙ্গাকে বিভক্ত হতে দেব না, কঠিন হুঁশিয়ারি দিয়েছেন হামিরদী ও আলগী সব ভাঙ্গার সর্ব স্তরের জনগণ ,
শুক্রবার সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ভাঙ্গার বিভিন্ন সড়ক অবরোধ করে, ফলে যান চলাচল বন্ধ হয় দক্ষিণ বঙ্গের চব্বিশটি জেলা অচল হয়ে পড়ে । সংসদীয় আসন ফরিদপুর-৪ থেকে
দুটি ইউনিয়নকে নির্বাচন কমিশন কর্তৃক গেজেট প্রকাশে ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন (আলগি ও হামিরদি) কেটে ফরিদপুর ২ আসন নগরকান্দা সালথায় অন্তর্ভুক্তির নোটিফিকেশন দেখে স্থানীয় জনগণ আন্দোলনের ঘোষণা দেন।
ফরিদপুর ৪ আসনের আপামর জনতা, ভাঙ্গায় দুটি ইউনিয়ন কি কারনে বিচ্ছিন্ন করা হয়েছে তা জনগণের কাম্য নয়, ভাঙ্গার জনতার স্পষ্ট বক্তব্য পূর্বে সদরপুর ও চরভদ্রাসন নিয়ে একটি আসন ছিল, ভাঙ্গা উপজেলা আরেকটি আসন ছিল, অনেকে দাবি তুলেছেন প্রয়োজনে ভাঙ্গা উপজেলাকে পূর্বের ন্যায় ৫ আসন করা হোক,