রাশেদ আলম ( বাবু) নিজশ্ব প্রতিনিধি
চন্দ্রগঞ্জ থানা , লক্ষীপুর জেলা।
লক্ষীপুর জেলার ঐতিহ্যবাহি চন্দ্রগঞ্জ থানার, বি এন পির কাউন্সিল ২০২৫ অনুষ্ঠিত হয়, আজ শুক্রবার, সকাল ১১ ঘটিকায় হাজির পাড়া হামিদিয়া হাই স্কুল মাঠে, জাতীয় ও দলীয় পতাকা উত্তলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রধান মেহমান বি এন পির চেয়ারপার্সনের উপদেষ্টা এডভোকেট জনাব আজম খান, বিশেষ অতিথি জনাব ভি পি হারুন, বিশেষ মেহমান জনাব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী , উপস্থিত বক্তব্য রাখছেন গুম হওয়া হাজিরপাড়া ইউনিয়ন বি এন পির সাবেক চেয়ারম্যান ওমর ফারুক সাহেবের স্ত্রী, আরও বক্তব্য রাখেন বাফুফের সহ সভসপতি ওয়াহিদ উদ্দিন (হ্যাপি), এডভোকেট হাসিবুর রহমান হাসিব, ও লক্ষীপুর জেলা বি এন পির সাধারণ সম্পাদক জনাব সাহাব উদ্দীন ( সাবু) থানা বি এন পির সাধারন সম্পাদক জনাব ইউচুপ চেয়ারম্যান, সভাপতি প্রা্থী ভি পি বেলাল, সভাপতি প্রা্থী জনাব এম আনোয়ার হোসেন (বাচ্চু), আরও বহু নেতৃবৃন্দ বক্তব্যের মধ্যে দিয়ে প্রথম অধিবেশন শেষ করে। নেতৃবৃন্দ জুমার নামাজ ও দুপরের খাওয়া শেষে প্রথম অধিবেশন সমাপ্ত হয়। দুপোর ২ ঘটিকায় ২য় অধিবেশন আরম্ভ হয়ে, শুরু হয় ভোট গ্রহণ সন্ধ্যা ৭ ঘটিকায় ভোট গ্রহণ শেষ হয়ে য়ায়। শুরু হয় ভোট গননা সভাপতি প্রা্র্থী বেলাল সভাপতি নির্বাচিত হয়।