মোঃ হাফিজুর রহমান উপজেলা প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল)
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের মধুপুরের মির্জাবাড়ী ইউনিয়নের ফাজিলপুর আজাদ স্পোর্টিং ক্লাব মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
মধুপুর-ধনবাড়ী আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, অবসরপ্রাপ্ত লে. কর্ণেল আসাদুল ইসলাম আজাদ সমর্থক গোষ্ঠীর আয়োজনে শুক্রবার বিকেল ৫টায় খেলা অনুষ্ঠিত হয়। প্রীতি ফুটবল ম্যাচে বেরীবাইদ ইউনিয়নের গেচুয়া একাদশ বনাম বেরীবাইদ একাদশ অংশ নেন।
মধুপুর উপজেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক মো. নুরুল আলম সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং অবসরপ্রাপ্ত লে. কর্ণেল আসাদুল ইসলাম আজাদের বড় ভাই উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ।
এ সময় আজাদ স্পোর্টিং ক্লাবের সদস্য, ধনবাড়ী ও মধুপুরের আজাদ সমর্থক গোষ্ঠীর নেতাকর্মী এবং এলাকার সুধী মহলও উপস্থিত ছিলেন।
খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই মাঠ দর্শক পূর্ণ হয়ে যায়। উত্তেজনাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ম্যাচে গেচুয়া একাদশ ৩টি গোল এবং বেরীবাইদ একাদশ ২টি গোল করে। গেচুয়া একাদশ ৩-২ গোলের ব্যবধানে বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
খেলাটি সুন্দর ও সুষ্ঠু পরিবেশে শেষ হওয়ায় আয়োজক কমিটি খেলোয়াড় ও দর্শকদের ধন্যবাদ জানান। খেলার ধারাভাষ্যে ছিলেন মো. আবুবকর সিদ্দিক, যার ধারাভাষ্য সকলকে মুগ্ধ করে।
খেলা শেষে লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদের ভাই আসাদুল ইসলাম মাসুদ সমাপনী বক্তব্য রাখেন, আগত দর্শক ও গণমাধ্যম কর্মীদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে অত্র ফুটবল ফাইনাল খেলার সকল শ্রেণীর ব্যক্তিবর্গদের ধন্যবাদ জানান। আরো বলেন আজাদের পরিবার দেশ ও মানুষের সেবায় অঙ্গীকারবদ্ধ। সকলকে ধন্যবাদ জানিয়ে উনার বক্তব্য সমাপ্তি করেন।