মুহাম্মদ তোয়াহার উদ্দিন (স্টাফ রিপোর্টার)
ফাঁসিয়াখালী ইউনিয়ন বি এন পি র প্রেস বিজ্ঞপ্তি ফেইসবুক মাধ্যম থেকে জানা যায়, চকরিয়া উপজেলা বি এন পি র নব নির্বাচিতস ভাপতি ও সাধারণ সম্পাদক এর নির্দেশ ক্রমে ফাঁসিয়াখালী ইউনিয়ন এর( ১-৯) ওয়ার্ডে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন,অবৈধ পাহাড কাটা,বন
বিভাগের জমি-জমা দখল করে প্লট বিক্রি,অবৈধ জবর দখল,বিচারের নামে পাবলিক হয়রানি বন্ধের লক্ষ্যে ফাঁসিয়াখালী ইউনিয়ন বি এন পি সহ যৌথভাবে কঠোর সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
বর্তমানে ৬ নং ওয়ার্ডের পাশে পেতাইন্যা ছড়া ও খেলার মাঠে, ৮ নং ওয়ার্ডের খেলার মাঠ সংলগ্ন পাহাড়ে (৮ ও ৯) ওয়ার্ডের বর্ডার ছড়ারকুলে মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনকারী দের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন অত্র ইউনিয়ন বি এন পি র সৎযোগ্য সভাপতি আলহাজ্ব কুতুব উদ্দিন এবং সাধারণ সম্পাদক শাহেদুল মোস্তফার পক্ষ থেকে। এবং এই সকল অবৈধ কাজে তাদের দলীয় কোন নেতা-কর্মী জড়িত বা কোনভাবে সহযোগিতা করে থাকে সু- নির্দিষ্ট তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্বে ও দলীয় সাংগঠনিক ব্যবস্থা সহ দেশের প্রচলিত আইনে শাস্তির আওতায় আনা হবে কঠোরভাবে হুশিয়ার উচ্চারণ করেন।আরো উল্লেখ্য করা হয় ফাঁসিয়াখালী ইউনিয়নে
বৈধ কোন বালুর মহাল নাই।এরপরে ও কারো ব্যক্তিগত বা সংস্কারের কাজে বালুর প্রয়োজন হলে চকরিয়া উপজেলার যে কোন নিলামকৃত বৈধ বালুর মহাল থেকে বালু ক্রয় করে পরিবহনকালে ক্রয় রশিদ গাডির সাথে রাখার অনুরোধ ও জানানো হয়।অন্যথায় ফাঁসিয়াখালী ইউনিয়ন বি এন পিরঅঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অবৈধ মেশিন ও বালুর গাড়ি আটকিয়ে
রেখে প্রশাসনকে ধরিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়।এমনতর পদক্ষেপই হতে পারে অবৈধ বালু উত্তোলন, পাহাড় কাটা,বনভুমি নিধন ঠেকাতে উজ্জ্বল দৃষ্টান্ত। তাই এলাকা বাসী জানান প্রতিবাদ হোক এভাবেই তৃণমূল নেতাদের কর্ণধার থেকে।ফলেই রক্ষা হবে পরিবেশের ভারসাম্য।