মোঃ মোবারক হোসেন:দীঘিনালা(খাগড়াছড়ি)প্রতিনিধি:
সামনে জাতীয় নির্বাচন। আর নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নানা মুখী আয়োজন চোখে পড়ার মতো। ওয়াদুদ ভূঁইয়ার নির্দেশে ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে খাগড়াছড়ি জেলা বিএনপি দীঘিনালা উপজেলার আওতাধীন ইউনিয়নসমূহে সাংগঠনিক সভা করছে।
রবিবার (৭ই সেপ্টেম্বর) দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নে সাংগঠনিক সভা আয়োজন করে বাবুছড়া ইউনিয়ন বিএনপি।
সভায় সঞ্চালনা করেন দীঘিনালা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম এবং সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জননেতা ওয়াদুদ ভূঁইয়া, সাবেক এমপি ও চেয়ারম্যান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, এবং সভাপতি, খাগড়াছড়ি জেলা বিএনপি।
বিশেষ বক্তা ছিলেন এম.এন. আবছার, সাধারণ সম্পাদক, জেলা বিএনপি, খাগড়াছড়ি; মো. মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক; অনিমেষ চাকমা রিংকু, যুগ্ম সম্পাদক; আব্দুর রব রাজা, সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপি, খাগড়াছড়ি; এ্যাডভোকেট বেদারুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক; শাহেদুল হোসেন সুমন, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক, জেলা বিএনপি, খাগড়াছড়ি।
এছাড়া আরও উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক, দীঘিনালা উপজেলা বিএনপি এবং ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বক্তব্যে নেতারা বলেন, গত ১৭ বছর ধরে গুম, খুন ও স্বৈরাচারী অত্যাচার চালানো হয়েছে। বাংলাদেশের মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য ধানের শীষের বিকল্প নেই।
তারা আরও বলেন, সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়া খাগড়াছড়ির প্রত্যেক উপজেলা ও ইউনিয়নে বহুমুখী উন্নয়ন করেছেন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ওয়াদুদ ভূঁইয়াকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
নাম: মোবারক হোসেন মহিন
দীঘিনালা উপজেলা প্রতিনিধি
তারিখ: ০৭/০৯/২৫ ইং
মোবাইল: ০১৮২৪৭২১৪৬১
খাগড়াছড়ি পার্বত্য জেলা