রুহুল আমিন,(ঢাকা জেলা প্রতিনিধি)
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন শুরু হওয়ার দুই তিন দিন আগ থেকে প্রচার প্রচলন না শুরু করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।আজ সকাল ১০ টা থেকে আটটি কেন্দ্রে চলছে ভোট গ্রহণ শুরু হওয়ার আগ থেকে দেখা যায় দীর্ঘ সারি,স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশ নিচ্ছে ভোটাররা।
আজ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত আটটি কেন্দ্রের ৮১০টি বুথে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলবে।এবার ডাকসু নির্বাচনে ভোটারদের মোট সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং নারী ভোটার ১৮ হাজার ৯০২ জন এর আগে ২০১৯ সালে সর্বশেষ ভোট অনুষ্ঠিত হয়। এটি বাংলাদেশের স্বাধীনতার পর অষ্টম ভোট গ্রহণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ৩৮তম ভোট।এবারের ডাকসু নির্বাচনে প্রতি ভোটার কেন্দ্রীয় সংসদের জন্য ২৮টি ও হলে সংসদের ১৩টি পদ মিলিয়ে মোট ৪১টি পদে ভোট দিবে শিক্ষার্থীরা