মোঃ ছায়েদ আলী (শ্রীমঙ্গল প্রতিনিধি)
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আমিনুল ইসলাম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এসআই(নিরস্ত্র)মোঃ সাইদুর রহমান খাঁন সঙ্গীয় ফোর্সসহ (১০ সেপ্টেম্বর ২০২৫ ইং রাত ০৪.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল পৌরসভার অন্তর্গত সোনার বাংলা রোডস্থ নতুন বাজার নিউ আপন জুয়েলার্স ওয়ার্কস দোকানের সামনে রাস্তায় উপস্থিত হইয়া একটি সিএনজি অটোরিক্সা থেকে আসামী রাজন মিয়ার হেফাজত হইতে উদ্ধারকৃত আলামত ১১ (এগার) টি সাদা রংয়ের প্লাষ্টিকের বস্তা এবং ০১ (এক) টি লাল রংয়ের প্লাস্টিকের নেট বস্তাসহ সর্বমোট ১২ (বার) বস্তা, যাহার সর্বমোট ওজন ৫১৬ (পাঁচশত ষোল) কেজি ভারতীয় ফুচকা, মূল্য আনুমানিক ১,০৩,২০০/-(এক লক্ষ তিন হাজার দুইশত) টাকা এবং একটি সিএনজি অটোরিক্সা, যাহার রেজিঃ নং-মৌলভীবাজার-থ-১২-৪৮১৬ উদ্ধার করিয়া জব্দ তালিকা মূলে জব্দ করেন। গ্রেফতারকৃত আসামী চোরাচালানের মাধ্যমে ভারতীয় ফুচকা বাংলাদেশে আনয়ন করিয়াছে। উক্ত ঘটনার বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।