
মোঃ ছায়েদ আলী(শ্রীমঙ্গল প্রতিনিধি)
(অদ্য-১৪ সেপ্টেম্বর ২০২৫ ইং)
রাজঘাট ইউনিয়নের খেজুরীছড়া চা বাগান হাসপাতালে ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
পরিচালনা করেন: ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল, কুলাউড়া,
আর্থিক সহায়োগিতায় এমটিভি ফাউন্ডেশন,
সার্বিক সহয়োগিতায় গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউক,স্থানীয় সহযোগীতায় শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা এবং চা শ্রমিকদের সেবক সংগঠন,
চিকিৎসা নেওয়া ও সকল রোগীদের একটি করে ফল গাছের চারা বিতরন ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেন” গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউক।
সর্বমোট ২৭৮ জন রোগীকে সেবা প্রদান করেন, ,ছানি অপারেশনের জন্য চিহ্নিত করা হয় ৬৮ জন,ও
৯৭ জনকে চশমা বিতরণ করা হয়,ও (২৭০০০ টাকার ঔষধ বিতরণ করা হয়,এবং চা বাগানের শ্রমিকদের হাতে তুলে দেন একটি করে (৫০০)টি বিভিন্ন ফল গাছের চারা।
অপারেশনের রোগীদের কুলাউড়া চক্ষু হাসপাতালে নেওয়া হয়,তাদের থাকা খাওয়া দাওয়া যাতায়াত অপারেশন ও ঔষধ সম্পুন্ন বিনামুল্যে প্রদান করা হইবে,
বাকি রোগীদের বিপি ও ডায়বেটিস বাড়তি তাই তাদেরকে পরবর্তী সময় নেওয়া হবে,
উক্ত কর্মসূচি চা বাগানের মানুষকে নিজ উদ্যোগে ফ্রী চক্ষু চিকিৎসা সুযোগ করে দিয়েছেন গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউক ও সংস্থার প্রতিষ্ঠাতা,মহাশয় অশোক রঞ্জন পাল এর এ মহতি উদ্বেগ স্বাগত জানাতে চা বাগানের সচেতন যুবক,ছাত্র ছাত্রী মুরব্বি সহ বিভিন্ন পেশার মানুষ এগিয়ে আসেন, চক্ষু চিকিৎসা নিতে,খেজুরীছড়া চা বাগানের চা শ্রমিকরা জানান, আপনাদের সহযোগিতায় আমরা বিনামূল্যে চিকিৎসা পেয়েছি, ধন্যবাদ জানাই চা শ্রমিকদের সেবক সংগঠন ও গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউকে,
উপস্থিত ছিলেন গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউক কর্মকর্তা বৃন্দ আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল রক্তদান সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, সদস্য রাকিব,
চা শ্রমিকের সেবক সংগঠন উপদেষ্টা বিষ্ণু হাজরা রাজু, শান্ত মৃধা, সোহাগ প্রমুখ।
এ সমাজিক কাজকে সফল করতে আপনাদের কে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞ প্রকাশ করেন, গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউক,
আরো বিশেষ ধন্যবাদ জানান চা শ্রমিক সেবক সংগঠনের উপদেষ্টা বিষ্ণু হাজরা রাজু ও ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনষ্টিউড ও হাসপাতাল কুলাউড়ার এই প্রতিষ্টানের ক্যাম্প অর্গানাইজার মোঃ আশিকুর রহমান সরকারকে৷৷