মোঃ মেহেদী হাসান রানা (ঢাকা প্রতিনিধি)
তুমি আমাকে জেনো একবিংশ শতাব্দীর প্রথম প্রেমিকা হিসেবে,
যে কৃত্রিমতার যুগে জন্মেও অকৃত্রিমভাবে ভালোবাসতে জানে।
এই তৃতীয় সহস্রাব্দের প্রথম শতাব্দীতে এমন প্রেমিকা তুমি আর পাবে না,
যে এই কলুষতার মাঝে বেঁচে থেকেও নিষ্কলুষভাবে প্রেমিককে বাঁচাতে জানে।
শত শত শতাব্দী পরও এমন প্রেমিকার দেখা মেলা দায়,
যেনো হ্যালির ধূমকেতুর মতো এমন প্রেমিকারা।
অর্ধশতাব্দী অপেক্ষা করেও পৃথিবী এমন প্রেমিকার দেখা পায় না,
আমি সেই প্রেমিকা,
যে প্রেমিকের ডাকের অপেক্ষায় না থেকে দূর থেকে ভালোবাসতে জানে।
যেনো দেড়শত বছর পর যেমন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায়,
এই পৃথিবীকে তেমনি ;দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে আমার মতো প্রেমিকার দেখা পেতে,
যে এই স্বার্থপরতার জগতেও ;নিঃস্বার্থভাবে প্রেমিককে প্রশান্তি দিতে জানে,
আমাকে চিনতে পারলে আর দ্বিতীয় কারো খোঁজ করবে না তুমি।