পটুয়াখালী সদর প্রতিনিধি।।
স্বচ্ছতা, সততা ও ন্যায়নিষ্ঠার প্রতি অটল থাকাই হবে আমার প্রধান লক্ষ্য—এমন প্রতিশ্রুতি দিয়েছেন নবনিযুক্ত জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করে এ কথা জানান।
জেলা প্রশাসক বলেন, “আমি তোষামোদি পছন্দ করি না। জেলা উন্নয়ন ও প্রশাসনিক কর্মকাণ্ডে সাংবাদিকদের ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকলেই উন্নয়ন ত্বরান্বিত হবে।”
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নিয়ে জেলার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক প্রস্তাবনা উপস্থাপন করেন। জেলা প্রশাসক সাংবাদিকদের প্রস্তাবনা গুরুত্বসহকারে গ্রহণ করে তা বাস্তবায়নে সচেষ্ট থাকার প্রতিশ্রুতি দেন।