1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

হাতিয়ার ঝুঁকিপূর্ণ নৌপথের অবসান ফেরি সার্ভিস চালুর পথে দৃশ্যমান অগ্রগতি

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

মোহাম্মদ মামুন উদ্দিন(অনলাইন রিপোর্টার)


নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার জনজীবন বদলে দিতে বড় এক হাতিয়ার তৈরি হয়েছে—চেয়ারম্যানঘাট থেকে নলচিরা পর্যন্ত স্থায়ী ফেরি সার্ভিস চালুর উদ্যোগে ফেরিঘাট নির্মাণের টেন্ডার শিডিউল ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বুধবার (১৭ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

মাসউদ তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, “আলহামদুলিল্লাহ… হাতিয়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন—চেয়ারম্যানঘাট থেকে নলচিরায় ফেরি চলাচল—অবশেষে বাস্তবায়নের পথে। বিআইডব্লিউটিএ ফেরিঘাট নির্মাণের টেন্ডার শিডিউল ঘোষণা করেছে।” তিনি আরও জানান, এই কর্মযজ্ঞে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে হাতিয়ার বিভিন্ন সম্মিলিত সামাজিক সংগঠন, যারা বিভিন্ন চ্যালেঞ্জ ও হুমকি সত্বেও ঢাকায় গিয়ে মানববন্ধন করেছেন।

স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে হাতিয়ার সবচেয়ে বড় সমস্যা নিরাপদ ও নির্ভরযোগ্য নৌ-পারাপার না থাকা। বৈরি আবহাওয়ায় নৌ যোগাযোগ বন্ধ হয়ে গেলে দ্বীপবাসীর জরুরি চিকিৎসা ও শিক্ষাসহ দৈনন্দিন কাজকর্ম ব্যাপকভাবে বিঘ্নিত হয়। সিডিউল ঘোষণার পরই স্থানীয়রা আশাবাদ ব্যক্ত করেছেন যে, ফেরি সার্ভিস চালু হলে নিরাপদ যাতায়াত নিশ্চিত হওয়া ছাড়াও দ্বীপের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ইতিবাচক গতি আসবে।

হাতিয়ার বাসিন্দা ইউসুফ রেজা বলেন, “হাতিয়াবাসীর বহু বছর ধরে টাঙা থাকা স্বপ্নটি আজ বাস্তবায়নের পথে। এই অর্জনের জন্য আব্দুল হান্নান মাসউদসহ সকলকে ধন্যবাদ। ইনশাআল্লাহ, দ্রুত বাস্তবায়ন হলে আমাদের জীবনযাত্রায় বড় পরিবর্তন আসবে।”

সম্মিলিত স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ক মো. আয়াত হোসেন জুয়েল বলেন, “ফেরি চালু হলে প্রায় ১০ লাখ মানুষের নিরাপদ যাতায়াতের অধিকার নিশ্চিত হবে। বর্তমানে ভাড়া-হানাহানি, হয়রানি ও অব্যবস্থাপনার ফলে বিশেষত রোগী, গর্ভবতী মা, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছেন। স্থায়ী ফেরি এসব সমস্যা অনেকাংশে সমাধান করবে।”

আব্দুল হান্নান মাসউদ আরও বলেন, “যারা এতদিন এই স্বপ্ন নিয়ে ব্যঙ্গ করেছেন তাদেরকে বলি—স্বপ্ন দেখিয়েই আমরা তা বাস্তবায়ন করতে সক্ষম। আমাদের কাজ থেমে থাকবে না; ধাপে ধাপে হাতিয়ার জন্য প্রয়োজনীয় সব সেবাই নিশ্চিত করব।”

বিআইডব্লিউটিএর টেন্ডার ঘোষণা ও বাস্তবায়ন কবে থেকে শুরু হবে—এ প্রসঙ্গে স্থানীয় প্রশাসন ও বিআইডব্লিউটিএর সংশ্লিষ্ট কর্মকর্তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক সময়সীমা বা প্রতিবেদন প্রকাশ করা হলে সংবাদ আপডেট করা হবে। কৌশলে দ্রুত কাজ শুরু না হলে স্থানীয়রা সরকারের দৃষ্টি আকর্ষণ ও তদারকি দ্রুততার সঙ্গে দাবি করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট