
মোঃ ছায়েদ আলী (শ্রীমঙ্গল প্রতিনিধি)
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আমিনুল ইসলাম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এসআই(নিরস্ত্র)/মোঃ মহিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ (১৯ সেপ্টেম্বর ২০২৫ ইং) তারিখে শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া কুখ্যাত মাদক ব্যবসায়ী স্বপন মিয়া (৪২) পিতা-মৃত ছিদ্দিক মিয়া, মাতা-মনোয়ারা খাতুন, সাং-সোনার বাংলা রোড, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার করেন। গত ২৪ আগস্ট ২০২৫ খ্রিঃ তারিখ ২২.৫০ ঘটিকার শ্রীমঙ্গল থানাধীন শ্রীমঙ্গল পৌরসভার অন্তর্গত সোনার বাংলা রোডস্থ মাদককারবারী স্বপন মিয়ার বাড়ির সামনে রাস্তায় স্থানীয় জনসাধারণ ইয়াবাসহ আসামী আকাশ দাশকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করেন। তখন ঘটনাস্থল হইতে মাদকের মূল হোতা কুখ্যাত মাদক ব্যবসায়ী স্বপন মিয়া পালিয়ে যায়। উক্ত ঘটনার বিষয়ে আটককৃত আসামীসহ আকাশ দাশসহ পলাতক আসামী স্বপন মিয়ার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানার মামলা নং ২৪(০৮)২৫ রুজু হয়। আসামী স্বপন মিয়া উক্ত মামলার পলাতক আসামী ছিল। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রহিয়াছে। সে পেশাদার মাদক ব্যবসায়ী বলিয়া এলাকায় জনশ্রুতি রহিয়াছে। অদ্য ২০ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ তারিখে গ্রেফতারকৃত আসামী স্বপন মিয়াকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।