
রবিন খন্দকার (জেলা প্রতিনিধি লক্ষীপুর)
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলা রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০শে) সেপ্টেম্বর সন্ধ্যায় চন্দ্রগঞ্জের রাজমুকুট চাইনিজ রেস্টুরেন্টে জমকালো আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আ হ ম মোশতাকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফয়জুল আজিম নোমান, দৈনিক দেশরুপান্তর পত্রিকার প্রতিনিধি এম জে আলম ,দৈনিক লক্ষ্মীপুর প্রতিদিন পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান সবুজ, লক্ষ্মীপুর জেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, হাজীরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম, মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ ইউসুফ,
উপজেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে ক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সহ সভাপতি আবিদুর রহমান, শোয়াইব হোসেন, গাজী মাজেদুর রহমান, সহ সাধারণ সম্পাদক, সাইফুল ইসলাম, তানিম বিন সিদ্দীক,মোঃ শাকিব, সাংগঠনিক সম্পাদক, মাঈন উদ্দিন জাহের সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ
এইসময় আত্মপ্রকাশকৃত ক্লাবের ৩০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় ও কমিটির সদস্যবৃন্দকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা প্রত্যাশা করেন, চন্দ্রগঞ্জ উপজেলা রিপোর্টাস ক্লাব আগামীদিনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও তরুণ সাংবাদিকদের গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে।