
ঠাকুরগাঁও থেকে সংবাদদাতা ॥ ১৮সেপ্টেম্বর বৃহস্পতিবার একই সাথে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ী, নারগুন এবং রহিমানপুর ইউনিয়নের গ্রাম উন্নয়ন কমিটি, শিশু ও যুব ফোরাম, পরিবেশ বান্ধব গ্রাম বাস্তবায়ন কমিটির উদ্যোগে এবং ইউনিয়ন পরিষদ ও ঠাকুরগাঁও এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় ২৬টি গ্রামকে (বেগুনবাড়ী-৬ টি, নারগুন-১০ টিএবংরহিমানপুর-১০ টি) স্ব স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ পরিবেশবান্ধব গ্রাম ঘোষনা ও ওয়ার্ল্ড ভিশনের সাথে চুক্তি স্বাক্ষর করেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা-সারোয়ার মুর্শিদ আহমেদ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নানা আয়োজন এবং উৎসব মুখর পরিবেশে, শিশুফোরামের শিশুশিল্পীদের পরিবেশনায়নৃত্যের তালে তালে, গ্রাম বাসীর নিজস্ব উৎপাদিত পণ্যের স্টল সাজিয়ে মনোমুগ্ধকর পরিবেশে পরিবেশ বান্ধব গ্রামের ঘোষনা অনুষ্ঠানটি সাজিয়ে ছিলেন। পরিবেশ বান্ধব গ্রামের সার্বিক তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন ব্যাটেল সরকার- প্রোগ্রাম অফিসার, ডমিনিক রিবেরু-প্রোগ্রাম অফিসার এবং দীনো দাস-সিনিয়র প্রোগ্রাম অফিসার। অতিথিবৃন্দ স্টল পরিদর্শনের পর শুভেচ্ছা বক্তব্য রাখেন বিভিন্ন ওয়ার্ডের সন্মানিত মেম্বারগণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সন্মানিত শিক্ষকবৃন্দ। প্রধান অতিথি উপজেলা সমাজসেবা কর্মকর্তা- সারোয়ার মুর্শিদ আহমেদ বলেন আমাদের মাটি, পানি ও বায়ু তথা প্রকৃতিকে দুষণ মুক্ত রাখা আমাদের দায়িত্ব। পরিবেশবান্ধব গ্রাম গঠনে ওয়ার্ল্ড ভিশনের অবদানকে আমরা সাধুবাদ জানাই। অনুষ্ঠানের শেষে সারোয়ার মুর্শিদআহমেদ- উপজেলা সমাজসেবা কর্মকর্তা, ঠাকুরগাঁও সদর, মো: আব্দুলহান্নান (হানু)-চেয়ারম্যান – ৮নং রহিমানপুর ইউনিয়ন পরিষদ, জুলিয়াতাসনিন- চেয়ারম্যান -১৬নং নারগুন ইউনিয়ন পরিষদ এবং মোঃ বাবুল হোসেন-চেয়ারম্যান-১৯নং বেগুনবাড়ী ইউনিয়ন পরিষদ ২৬টি গ্রামকে পরিবেশবান্ধব গ্রাম ঘোষনা করেন এবং ঘোষনাপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন-ব্যাটেল সরকার-প্রোগ্রাম অফিসার, ডমিনিক রিবেরু- প্রোগ্রাম অফিসার এবং দীনো দাস-সিনিয়র প্রোগ্রাম অফিসার।