
মুহাম্মদ তোয়াহার উদ্দিন( স্টাফ রিপোর্টার)
চকরিয়া (কক্সবাজার)গত ২০ সেপ্টেম্বর ২০২৫:
দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সমবায় প্রতিষ্ঠান “বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতি”-এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটগ্রহণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা চকরিয়া মহোদয় এবং নির্বাচন কমিটির উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে মোট ১২ জন সদস্য নির্বাচিত হয়েছেন। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আমহাতু রুহুল আমান সিদ্দিক এবং সহ-সভাপতি করিম আহমদ।
নির্বাচিতদের তালিকা:
১. সভাপতি: আমহাতু রুহুল আমান সিদ্দিক
২. সহ-সভাপতি: করিম আহমদ
৩. সম্পাদক: আ. হ. মোহাম্মদ মকবুল আহমদ
৪. সদস্য: হাজী বাদল মিয়া
৫. সদস্য: মৃত জনাব আবদুল আজিজের প্রতিনিধি
৬. সদস্য: হাবিব আহমদ
৭. সদস্য: মৃত শফিকুর রহমানের প্রতিনিধি
৮. সদস্য: রেজন করিম
৯. সদস্য: মাশারাফ হোসেন
১০. সদস্য: মৃত মোহাম্মদ আহমদের প্রতিনিধি
১১. সদস্য: মৃত নুর আহমদের প্রতিনিধি
১২. সদস্য: আলী আহমদ
উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্য:
ফলাফল ঘোষণার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, চকরিয়া মহোদয় বলেন,
“এই নির্বাচন সম্পূর্ণ স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বদরখালী সমবায় সমিতি দেশের উন্নয়ন অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নতুন কমিটি এ সংগঠনকে আরও গতিশীল করবে বলে আমরা আশাবাদী।”
নির্বাচনের গুরুত্ব: ‘বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতি’ শুধু কক্সবাজার নয়, বরং দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ সমবায় সংগঠন। এটি স্থানীয় কৃষি উন্নয়ন, বসতবাড়ি ব্যবস্থাপনা এবং জনগণের কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। নতুন কমিটির দায়িত্বগ্রহণের মাধ্যমে সমিতির কার্যক্রমে নতুন মাত্রা যোগ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।