1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

রংপুরে সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে মারধর: সাংবাদিক সমাজের তীব্র নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

মোছাদ্দেক সৈকত, (বিশেষ প্রতিনিধি) রংপুর


 

রংপুরে সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে মারধর, লাঞ্ছনা এবং জনতা উস্কে হামলার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় সাংবাদিক সমাজ। সম্প্রতি প্রকাশিত “জুলাই যোদ্ধাদের নামে অটোরিকশার লাইসেন্সে কোটি টাকার অনিয়ম” শিরোনামের প্রতিবেদনকে কেন্দ্র করে এই হামলা সংঘটিত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই প্রতিবেদনে স্থানীয় একাধিক প্রভাবশালী ব্যক্তির অনিয়ম ও বাণিজ্যিক কারসাজির তথ্য উঠে আসার পর থেকেই সাংবাদিক লিয়াকত আলীকে নিয়ে ক্ষোভ ছড়ায়। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে নগরীর (ঘটনাস্থলের নাম এখানে বসাতে পারেন) এলাকায় তাকে প্রকাশ্যে লাঞ্ছিত করা হয়। হামলার সময় কয়েকজন ব্যক্তি জনতাকে উস্কে দিয়ে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করে বলেও অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনার পর রংপুরের সাংবাদিক সমাজ এক জরুরি বৈঠক করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। বৈঠক শেষে দেওয়া এক যৌথ বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, “রংপুরে চাকরি করবেন, দুর্নীতি করবেন, আর সেই দুর্নীতির খবর প্রকাশ করলেই সাংবাদিকদের ওপর হামলা চালাবেন—এমন দিন আর চলতে দেওয়া হবে না।” তারা আরও বলেন, “এ ধরনের বর্বরতা শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়, এটি সংবাদপত্রের স্বাধীনতা ও জনগণের অধিকারকেও হুমকির মুখে ফেলছে।”

সাংবাদিক সমাজের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে—এই ঘটনায় নেপথ্যের মদদদাতাসহ প্রত্যক্ষভাবে জড়িতদের অবিলম্বে শনাক্ত করে আইনের আওতায় আনা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। একইসঙ্গে সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে বলে তারা উল্লেখ করেন।

স্থানীয় সাংবাদিক সংগঠনগুলোর নেতারা সতর্ক করে বলেছেন, “সত্য প্রকাশের কারণে সাংবাদিকদের হয়রানি বা হামলা আর সহ্য করা হবে না। রংপুরের সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে এর প্রতিরোধ গড়ে তুলবে।”

এ ঘটনার পর সাংবাদিক মহলে চরম ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দা জানিয়ে দোষীদের বিচারের দাবি জানিয়েছেন। সাধারণ পাঠক ও সচেতন মহলের মধ্যেও এ নিয়ে আলোচনা চলছে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। তবে সাংবাদিকরা আশা করছেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করবে এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট