
স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়নের মাহমুদপুর গ্রামে ডুবা (জলাশয়) লিজ না দেওয়াকে কেন্দ্র করে এক ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা চালিয়ে নগদ টাকা, ব্যাংকের চেক ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী ব্যবসায়ী রঞ্জন কান্তি তালুকদার অভিযোগে জানান, গত ১২ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১টার দিকে মাহমুদপুর গ্রামের পশ্চিমপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি তাহিরপুর থানায় পাঁচজনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। আসামিদের মধ্যে জুবা মিয়া (২৭), হারুন মিয়া (৫৮),মাফিকুল মিয়া(৪৮), সুফিয়ান মিয়া(২৩), শাহ আলম(৫০)-র নাম উল্লেখযোগ্য।
অভিযোগপত্রে রঞ্জন কান্তি উল্লেখ করেন, হামলাকারীরা তার কাছ থেকে জোরপূর্বক নগদ ১ লাখ ২০ হাজার টাকা, পুবালি ব্যাংকের একটি চেক এবং প্রায় ৩৫ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ঘটনার পর তিনি নিজেই থানায় গিয়ে বিস্তারিত লিখিত অভিযোগ দাখিল করেন।
এ ব্যাপারে অভিযুক্ত জবা মিয়া (২৭) এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমি এ ব্যাপারে কিছু জানিনা।
এ বিষয়ে তাহিরপুর থানার তদন্ত কর্মকর্তা কার্তিক জানান, আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গ্রামের স্থানীয় সূত্রে জানা যায়, ডুবা লিজ নিয়ে দীর্ঘদিন ধরেই দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল।