1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০২:২৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

বিপ্লব বিরোধী শিক্ষকদের বিচারের দাবিতে মাভাবিপ্রবিতে রেজিস্ট্রার অফিসে তালা দিয়েছে শিক্ষার্থীরা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

নাবিল সাদিক, (মাভাবিপ্রবি প্রতিনিধি)


টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে বিরোধীতাকারী শিক্ষক-কর্মকর্তা ও রেজিস্ট্রারের বিচারের দাবিতে রেজিস্ট্রারকে বের করে দিয়ে রেজিস্ট্রার অফিসে তালা লাগিয়ে দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।

গত ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুর ১২টায় জুলাই-আগস্ট আন্দোলনের বিরোধীতাকারী শিক্ষক-কর্মকর্তা এবং রেজিস্ট্রারের বিচারের দাবিতে রেজিস্ট্রারকে বের করে দিয়ে রেজিস্ট্রার অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে মাভাবিপ্রবি শিক্ষার্থীরা। পরবর্তীতে তারা ভাইস-চ্যান্সেলর বরাবর ২টি দফা পেশ করে আল্টিমেটাম দিয়ে আসেন।

পেশকৃত ২টি দফা:

১.জুলাই-আগস্ট আন্দোলনের বিরোধীতাকারী শিক্ষক-কর্মকর্তাসহ রেজিস্ট্রারের বিচারের জন্য কমিটি গঠন না করা পর্যন্ত তালা খুলবে না শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের রেজিস্ট্রার অফিস সংক্রান্ত সকল কার্যক্রম চলবে।

২. ২৪ সেপ্টেম্বর সকালের মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদ ‘মাকসু’ গঠনের রোডম্যাপ ঘোষণা করা না হলে শিক্ষার্থী বাস ও এম্বুলেন্স ছাড়া সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রাখবে শিক্ষার্থীরা।

এবিষয়ে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী তুষার আহমেদ বলেন, আমরা পরপর দুইবার রেজিস্ট্রার অফিসে স্বৈরাচারের দোসর শিক্ষক-কর্মকর্তাদের বিচারের জন্য আবেদন জমা দিয়েছিলাম। তারপরও কোন ব্যবস্থা নেওয়া হয় নি। এমনকি কিছু শিক্ষক তাদেরকে শেল্টারও দিচ্ছেন। আমরা চার দিন আগে রেজিস্ট্রারকে সাময়িক বহিষ্কার করে বিচারের জন্য কমিটি গঠনের ৩দিন সময় বেঁধে দিয়ে আসার পরও তারা কোন ব্যবস্থা নেয়নি। এইজন্য আমাদের এই কর্মসূচি।

মাকসুর বিষয়ে আইসিটি বিভাগের শিক্ষার্থী তানভীর ইসলাম তামিম বলেন, মাকসুর বিষয়ে আমরা বারবার প্রশাসনের কাছে গেলে তারা শুধু কালক্ষেপণ করে আসছেন। আগামীকাল সকাল ১০টার মধ্যে যদি মাকসু গঠনের রোডম্যাপ ঘোষণা করা না হয় তাহলে শিক্ষার্থী বাস ও এম্বুলেন্স ব্যতীত সকল প্রকার যানবাহন বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, আমাদের এ বিষয়গুলা প্রক্রিয়াধীন আছে। শিক্ষকরাও কাজ করে যাচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে আমরা সমাধানের চেষ্টা করছি। এবং মাকসু যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ের আইনে নেই তাই আমরা সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় আছি। পাশাপাশি আমাদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরাও গুরুত্বসহ কাজ করে যাচ্ছেন।

এর আগে গত ১৬ই সেপ্টেম্বর ভাইস-চ্যান্সেলর বরাবর রেজিস্ট্রারকে সাময়িক বহিষ্কার করে বাকিদের বিচারের জন্য দাবিতে স্মারকলিপি প্রদান করেন সাধারণ শিক্ষার্থীরা। সেখানে রেজিস্ট্রারের বিভিন্ন অপকর্ম ও অন্যায় কাজের বিষয়ে উল্লেখ করেন শিক্ষার্থীরা।

পাশাপাশি শিক্ষার্থীরা সকল সংগঠনকে আহ্বান জানিয়েছেন তাদের কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করে তাদের আন্দোলনে অংশগ্রহণের জন্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট