
সাইফুজ্জামান স্টাফ রিপোর্টার ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়ন কর্তৃক আয়োজিত বিএনপির সর্বদলীয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে অংশ নেন ছাত্রদল যুবদল কৃষক দল ও শ্রমিক দল সহ সর্বস্তরের নেতৃবৃন্দ। আজিমনগর ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি হারুন মুন্সি ও সাবেক সিনিয়র যুগ্ন সম্পাদক রিপন মাতুব্বরের নেতৃত্বে ইউনিয়নের সকল গ্রাম হতে শত শত নেতাকর্মী অংশ নেন, এ সময় আজিমনগর ইউনিয়নের ছাত্রদলের সাবেক সভাপতি – কামরুল মুন্সির সঞ্চালনায়, বক্তব্য রাখেন _
জনাব মোবা মীর সাবেক সাধারণ সম্পাদক আজিমনগর ইউনিয়ন বিএনপি,
প্রবীন নেতা জনাব খালেক সিকদার সাবেক সভাপতি আজিমনগর ইউনিয়ন বিএনপি,
যুবদল নেতা সামচু মেম্বার সহ বিভিন্ন নেতা কর্মী, বক্তারা বলেন –
আমরা গত ১৭ বছর ভাংগার জনগণ নির্বাচনে বিএনপিকে ভোট দিতে পারি নাই ! ফ্যাসিস্ট সরকার পতনের মাধ্যমে আজিমনগর ইউনিয়নবাসী বিএনপিকে ভোট দিয়ে আমাদের জন নেতা জনাব বাবুল ভাই কে জয় যুক্ত করে তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করব ইনশাল্লাহ।