
মোঃ ছায়েদ আলী (শ্রীমঙ্গল প্রতিনিধি)
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মার্কিন বহুজাতিক কোম্পানি শেভরন বাংলাদেশের কনডেনসেট পাইপলাইনে দুর্বৃত্তদের অবৈধ ছিদ্রের কারণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, (২৩ সেপ্টেম্বর ২০২৫ইং) মঙ্গলবার রাত ৯টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ২নং ভূনবীর ইউনিয়নের শাসন উত্তর ইলাম পাড়া গ্রামে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে, যার ফলে একই পরিবারের মা, বাবা ও ছেলে ৩জন গুরুতর আহত দগ্ধ হন,
আহতরা হলেন বশির মিয়া (৫৫) তাঁর স্ত্রী ফারজানা আক্তার পারভীন (৪৬) এবং ছেলে রেজোয়ান মিয়া (২১)
স্থানীয় ইউপি সদস্য সালেক মিয়া জানান, আগুন লাগার আগে বিকেল ৩টা থেকে বাতাসে তেলের তীব্র গন্ধ অনুভূত হয়, বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার জানানো হলে শেভরনের কর্মীরা পাইপলাইনের ছিদ্র মেরামতের চেষ্টা করেন। তবে রাত ৯টার দিকে পাইপলাইনের তেল লিক হওয়া অংশে আগুন ধরে যায়, প্রথমে এলাকার মানুষ এবং স্থানীয় প্রশাসন আতঙ্কিত হয়ে যান।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা কঠোর পরিশ্রমের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনে, স্থানীয়রা অভিযোগ করেন, পাইপলাইন থেকে ছড়ানো তেল আশেপাশের পানিতে মিশে হাওরের দিকে চলে যায়, এতে মাছ ভেসে ওঠে এবং অনেকেই মাছ ধরতে আগুনে দগ্ধ ও গিয়ে বিপদে পড়েন।