
ইয়াসিন আহমেদ শরিফ, (স্টাফ রিপোর্টার মৌলভীবাজার)
“স্বেচ্ছায় করি রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রাণ” এই স্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ৯৬ তম বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন আয়োজন করেন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৩ ঘটিকা হইতে ৫ ঘটিকা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী, শ্রীমঙ্গলের কালাপুর বাজার সংলগ্ন আর এস এ কোচিং সেন্টারে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন কালাপুর সমাজকল্যাণ সংস্থার
সদস্যবৃন্দরা ।
ক্যাম্পেইনে প্রায় শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং তাৎক্ষণিকভাবে ফলাফল জানিয়ে দেওয়া হয়। এতে এলাকার সাধারণ মানুষ ব্যাপক সাড়া দেন এবং রক্তের গুরুত্ব ও রক্তদানে উৎসাহিত হন।
অনুষ্ঠানে টেকনিশিয়ান হিসেবে দায়িত্ব পালন করেন শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার সভাপতি মঈনুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক টিটু, সহ-সভাপতি শেখ রিপন আলী ওয়ারিশ, সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আহমেদ শরিফ, কার্যকরী সদস্য মুয়িজুর রহমান মিঠু, রাকিব মিয়া, শুক্কুর আলী, মোঃ রেজাউল করিমসহ কালাপুর সমাজকল্যাণ সংস্থার সদস্যরা।
শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা ‘র সভাপতি মঈনুল ইসলাম জানান, নিয়মিত রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আয়োজনের মাধ্যমে নতুন রক্তদাতাদের উদ্বুদ্ধ করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।