
পুলক সরকার, (জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ)
২৮ সেপ্টেম্বর/২৫’পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্য অধিকার নিশ্চিতকরণ’ এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে রবিবার জেলা প্রশাসনের আয়োজনে প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আক্তার চৌধুরী সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মাহবুব, জেলা তথ্য কর্মকর্তা মোঃ ইব্রাহিম মোল্লা সুমন, সমাজ সেবা অধিদপ্তর এর ইমাম হাসিম, জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, চেম্বারের পরিচালক এম. এ করিম।
এসময় উপ-পরিচালক (ভারপ্রাপ্ত), স্থানীয় সরকার মোহাঃ সবুর আলী, জয়পুরহাট এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ শফিকুল ইসলাম তালুকদার, জয়পুরহাট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ, আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম, কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান, ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৩০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।