1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

‎মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে উখিয়ায় সাংবাদিক সমাজের প্রতিবাদ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

আর.জে রাফি কক্সবাজার উখিয়া প্রতিনিধি



‎কক্সবাজারের উখিয়ায় সাংবাদিক তানভীর শাহরিয়ারের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উখিয়া থানার সামনে উখিয়া অনলাইন প্রেসক্লাব, স্থানীয় সাংবাদিক সমাজ, ছাত্র সমাজ ও তানভীর শাহরিয়ারের সহপাঠী-বন্ধুরা এই কর্মসূচিতে অংশ নেন।

‎মানববন্ধনে বক্তারা বলেন

‎জসিম আজাদ বলেন, “আমাদের সহকর্মীকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। উখিয়া থানার এ ধরনের আচরণে আমরা গভীরভাবে হতাশ। দীর্ঘ ১৮ বছর ধরে সাংবাদিকতা করছি—এই সময়ে অনেক অন্যায়, মাদক ব্যবসা ও দুর্নীতি দেখেছি, কিন্তু আজ আমাদের সহকর্মীকে অন্যায়ভাবে আটক করার পর রাস্তায় নামতে হলো। আগের ওসি আরিফ হোসেনের বিদায়ের সময় উখিয়ার মানুষ আনন্দ করেছে, কারণ তাঁর সময় নানা বিতর্কিত কর্মকাণ্ড ঘটেছিল। নতুন ওসি দায়িত্ব নিয়েই মিথ্যা মামলায় আমাদের সহকর্মীকে গ্রেপ্তার করেছেন। আমরা স্পষ্ট করে বলতে চাই এই অন্যায়ের জবাব তাঁকে দিতে হবে।”

‎সাংবাদিক ইয়াকিন বলেন যারা মাইক্রোফোন হাতে নিয়ে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে লড়াই করে আজ তাদেরই থানার সামনে দাঁড়াতে হচ্ছে। তানভীর শাহরিয়ার পেশিশক্তির আমল থেকেই অন্যায়ের বিরুদ্ধে লিখে আসছেন। সত্য প্রকাশ করাই তাঁর অপরাধ। মামলায় ৫০ জনের নাম থাকলেও শুধু তাঁকেই গ্রেপ্তার করা হয়েছে। তাঁর পাঁচ বছরের সন্তান যখন বাবাকে জেলে যেতে দেখে প্রশ্ন করছে বাবা তুমি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ?’—এর জবাব কে দেবে? সাংবাদিকতা কি অপরাধ? আমরা এই প্রশ্নের উত্তর চাই।

‎ইমরান আল মুহাম্মদ বলেন আজকের এই কর্মসূচিতে অসংখ্য মানুষ উপস্থিত হয়েছেন। তবে আমাদের প্রকৃত কাজ রাস্তায় দাঁড়ানো নয়, মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহ করা। কিন্তু মিথ্যা মামলায় আমাদের সহকর্মীকে আটক করায় আমরা বাধ্য হয়েছি মানববন্ধনে নামতে। আমরা দাবি জানাচ্ছি ওসি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত এ মামলা প্রত্যাহার করে তানভীর ভাইকে মুক্তি দিন।

‎সাংবাদিক আলাউদ্দিন বলেন, একটি মোটরসাইকেল চুরির ঘটনায় বহুজন জড়িত থাকলেও সাজানো মামলায় শুধু তানভীরকে আটক করা হয়েছে। এভাবে একজন নির্দোষ সাংবাদিককে কারাগারে পাঠানো কখনোই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে এ মামলা প্রত্যাহার করে তাঁর মুক্তি নিশ্চিত করতে হবে।

‎ছাত্র নেতা শাকিল বলেন তানভীর শাহরিয়ার এমপি বদি আমল থেকে নানা অন্যায়ের বিরুদ্ধে কলম চালিয়ে আসছেন। সত্য প্রকাশ করায় তিনি একের পর এক মামলার শিকার হয়েছেন। এবারও তাঁকে মিথ্যা মামলায় আটক করা হয়েছে। যদি তাঁকে মুক্তি না দেওয়া হয় এবং মামলা প্রত্যাহার না করা হয়, তবে আমরা ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনে নামব।

‎মানববন্ধনে বক্তারা আরও বলেন, উখিয়ার নতুন ওসি যদি মিথ্যা মামলাটি তদন্ত করে প্রত্যাহার না করেন, তবে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ আন্দোলনে নামবে। আইনশৃঙ্খলা বাহিনী চাইলেই সাধারণ মানুষকে হয়রানি করতে পারে না তাঁদেরও জবাবদিহি করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট