
মোহাম্মদ মামুন উদ্দিন(অনলাইন রিপোর্টার)
হাতিয়া উপজেলার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইতিমধ্যে অন্তত ছয়জন সম্ভাব্য প্রার্থী মাঠে নেমে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। বিএনপি থেকে আজিম, শামীম, তানভীর ও শাহ নেওয়াজ, এনসিপি থেকে হান্নান মাসউদ এবং জামায়াত থেকে মাহফুজ প্রতিনিয়ত মানুষের কাছে ভোট প্রার্থনা করছেন।
কিন্তু প্রশ্ন হলো—তাদের প্রচারণায় শুধুই প্রতিশ্রুতি থাকবে, নাকি হাতিয়ার দীর্ঘদিনের চলমান দুর্ভোগগুলো সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ আসবে?
স্থানীয়দের এক অভিনব প্রস্তাব বেশ আলোচনায় এসেছে। প্রস্তাব অনুযায়ী, ছয়জন প্রার্থীকে একসাথে একটি সিএনজিতে করে নলচিরা থেকে নিঝুমদ্বীপের মোক্তারিয়া ঘাট পর্যন্ত ভ্রমণ করানো হোক। পথে রাস্তাঘাটের ভয়াবহ অবস্থা, কাঁদা-জল ও খানাখন্দে নুয়ে পড়তে পড়তে তাদের যেন সরাসরি উপলব্ধি হয় হাতিয়ার মানুষের যাতায়াতের দুর্ভোগ কেমন। এরপর কোমর ব্যথায় নুয়ে পড়লে ওছখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হোক। আর যদি আরও অসুস্থ হয়ে যান, তাহলে নদী পারাপারের জন্য মাছের বোডে চেপে নদী পাড়ি দিতে হবে। তখনই হয়তো তারা বুঝবেন সাধারণ মানুষের প্রতিদিনকার সংগ্রামের চিত্র।
বাস্তবে হাতিয়ার মানুষের দীর্ঘদিনের সমস্যা চারটি,
পর্যাপ্ত ফেরী সংযোগের অভাব
ভয়াবহ নদীভাঙন
আধুনিক হাসপাতালের অভাব
প্রধান সড়কের করুণ অবস্থা
হাতিয়ায় এখনো মানুষের মৌলিক চাহিদা পূরণ হয়নি। সড়কপথে চলাচলের উপযোগী রাস্তা নেই, স্বাস্থ্যসেবার আধুনিক কোনো ব্যবস্থা নেই, নদী পারাপারের জন্য পর্যাপ্ত ফেরী নেই এসব সমস্যা যেন অবহেলার চাদরে ঢাকা পড়েছে বছরের পর বছর।
নেতারা শুধুমাত্র নির্বাচনের সময় এসে প্রতিশ্রুতির ফুলঝুরি ছড়ান, কিন্তু নির্বাচন শেষে হাতিয়ার মানুষ আবারও ফিরে যান সেই একই দুঃখ-কষ্টে।
বর্তমানে দেশে কোনো দলীয় সরকার না থাকায় স্থানীয়দের প্রত্যাশা—যে নেতা সত্যিকার অর্থে হাতিয়ার দীর্ঘদিনের মৌলিক সমস্যা সমাধানে কাজ করবেন, সেই-ই প্রমাণ করবেন তিনি হাতিয়ার যোগ্য নেতৃত্বের আসনে বসার উপযুক্ত।
নেতারা কি শুধু নির্বাচনের সময় প্রতিশ্রুতি দেবেন, নাকি বাস্তবেই হাতিয়ার মানুষের প্রাপ্য অধিকার আদায়ে এগিয়ে আসবেন?