1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

নাচোলে কৃষকের মাঝে শীতকালীন সবজির বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

আব্দুল আজিজ , নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি


চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রবি মৌসুমকে ঘিরে শীতকালীন সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামাল হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা আব্দুন নূর, বিআরডিবির হারুন অর রশিদ, সহকারী প্রোগ্রামার সোহেল রানা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলামসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা।
উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম জানান, ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে বসতবাড়ি ও আবাদি জমিতে চাষাবাদ উৎসাহিত করতে মোট ৬২৫ জন কৃষককে প্রণোদনা দেওয়া হচ্ছে। এর মধ্যে ২২০ জন নারী-পুরুষ কৃষককে ৭ প্রকার সবজির বীজ দেওয়া হবে। এছাড়া ৪০৫ জন কৃষককে বেগুন, লাউ, মিষ্টি কুমড়া ও শসার প্রদর্শনী চাষের জন্য জনপ্রতি ২০ শতক জমিতে চাষের উপযোগী ৫ প্রকার সবজির বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার প্রদান করা হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও কামাল হোসেন বলেন,
কৃষকরা আমাদের দেশের মেরুদণ্ড। সরকারের এই প্রণোদনা প্রকল্প শুধু কৃষকদের সহায়তাই করছে না, বরং পরিবার ও সমাজকে নিরাপদ খাদ্য উৎপাদনে এগিয়ে নিচ্ছে। আমরা চাই নাচোলের প্রতিটি কৃষক ঘরে বসেই শীতকালীন সবজি উৎপাদন করে নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি বাজারেও সরবরাহ করবেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা আব্দুন নূর বলেন,
আগামী মৌসুমে নাচোলে সবজি উৎপাদনে রেকর্ড সৃষ্টি হবে বলে আমরা আশাবাদী। কৃষকদের হাতে মানসম্মত বীজ ও সার তুলে দেওয়ায় তাদের উৎপাদন খরচ কমবে এবং লাভবান হবেন।
একজন উপকৃত কৃষক বলেন,
আগে সবজি চাষে ভালো বীজ ও সার পেতে আমাদের অনেক কষ্ট হতো। এখন সরকার আমাদের হাতে বিনামূল্যে বীজ-সার তুলে দিয়েছে। আমরা বিশ্বাস করি, এ মৌসুমে শীতকালীন সবজির ফলন ভালো হবে।
কৃষকের ঘরে বসেই সবজি উৎপাদনের সুযোগ
কর্মসূচির মাধ্যমে কৃষকদের ঘরে বসেই সবজি উৎপাদনের সুযোগ সৃষ্টি হচ্ছে। শীতকালীন সবজির আগাম উৎপাদন নিশ্চিত হলে শুধু স্থানীয় বাজারই নয়, জাতীয় পর্যায়েও এর প্রভাব পড়বে বলে কর্মকর্তারা মনে করছেন।
কৃষি বিভাগ আশা করছে, এই উদ্যোগের ফলে কৃষক পরিবারগুলো অর্থনৈতিকভাবে লাভবান হবে, দেশের সবজি উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা আসবে এবং পুষ্টি নিরাপত্তা জোরদার হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট