বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় নিসচা কমলগঞ্জ অস্থায়ী কার্যালয়ে উপজেলা সভাপতি মোঃ আব্দুস সালাম লিখিত কর্মসূচি পাঠ করেন। এসময় উপস্থিত ছিলেন নিসচা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল হাসান বক্ত, নিসচা পৃষ্ঠা পোষক সৈয়দ মোহাম্মদ আব্দুল হাকীম তাহমী ,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ এস কে নাহিদ, আবু বক্কর, সাংবাদিক মুক্তাদির আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
কর্মসূচি সমূহঃ
কমলগঞ্জে সচেতনতা সৃষ্টির কার্যক্রম: স্কুল ও কলেজে সড়ক নিরাপত্তা ক্লাস, পথচারী সচেতনতা ক্যাম্পেইন, হেলমেট ও সিটবেল্ট ব্যবহার উৎসাহিতকরণ, পোস্টার ও ব্যানার প্রচারণা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ক্যাম্পেইন।
রাজনীতিবিদ ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময়, ছাত্র সংগঠনের নেতাদের আলোচনা সভা, টেলিভিশন টকশো, ড্রাইভার-যাত্রী সংলাপ, ট্রাফিক আইন মানার বিশেষ অভিযান এবং সেফটি স্টিকার বিতরণ।
দুর্ঘটনার কারণ ও সমাধান বিষয়ক গবেষণা সেমিনার, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেস যাচাই ক্যাম্প, স্কুল-কলেজে নিরাপদ সড়ক কুইজ প্রতিযোগিতা, কমিউনিটি পুলিশিং কার্যক্রম, ঝুঁকিপূর্ণ মোড়ে সাইনবোর্ড ও রিফ্লেক্টর স্থাপন এবং সড়ক নিরাপত্তা ডকুমেন্টারি প্রদর্শনী।
জাতীয় র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, দুর্ঘটনায় আহত ও নিহতদের জন্য দোয়া মাহফিল, ড্রাইভারদের ফ্রি হেলথ চেকআপ, স্মৃতি পদক প্রদান, ধর্মীয় আলোচকদের সঙ্গে বৈঠক, ক্ষতিগ্রস্ত পরিবারদের সহায়তা প্রদান এবং সমাপনী অনুষ্ঠান ও সংবাদ সম্মেলন।
পূজা মণ্ডপে জনসচেতনতামূলক প্রচারণা, স্বেচ্ছায় রক্তদান, রাস্তার গর্ত ভরাট, ঝোপঝাড় পরিস্কার ও রাস্তা সংস্করণ। সেইসঙ্গে ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষ্যে গৃহীত কর্মসূচী সফলভাবে বাস্তবায়নে
কমলগঞ্জ বাসীর সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে নিসচা নেতৃবৃন্দ মাসব্যাপী কর্মসূচি ও সড়ক দুর্ঘটনার সঙ্গে সম্পর্কিত সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।