মোহাম্মদ মামুন উদ্দিন (অনলাইন রিপোর্টার) বিএনপির
ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে নোয়াখালীর হাতিয়ায় লিফলেট বিতরণ, গণজমায়েত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে হাতিয়া দ্বীপ কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহ নাওয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং অর্থনীতিকে টেকসই পথে নিয়ে যাওয়ার রূপরেখা। তারা অভিযোগ করেন, বর্তমান সরকার জনগণের ভোটাধিকার হরণ করে একদলীয় শাসন চাপিয়ে দিয়েছে। এ থেকে মুক্তি পেতে বিএনপির এই কর্মসূচিকে মাঠে ছড়িয়ে দিতে হবে।
প্রধান অতিথি শাহ নাওয়াজ তাঁর বক্তব্যে বলেন, “বিএনপি জনগণের দল। জনগণের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে আমাদের আন্দোলন অব্যাহত রয়েছে। দেশের প্রতিটি ঘরে ঘরে বিএনপির ৩১ দফা পৌঁছে দিতে হবে। এই দফা বাস্তবায়ন হলে দেশে সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন, “বর্তমান সরকার যতই দমন-পীড়ন চালাক না কেন, আন্দোলনকে দমন করা যাবে না। বিএনপির নেতাকর্মীরা জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।”
কর্মসূচিতে হাতিয়া উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। লিফলেট বিতরণের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে বিএনপির ৩১ দফার সারসংক্ষেপ তুলে ধরা হয়।