মোঃ রেদওয়ান(স্টাফ রিপোর্টার)
জাতীয় নাগরিক পার্টি-NCP এর জেলা ও মহানগর কমিটি গঠনের উদ্দেশ্যে ১০ বিভাগের জন্য ১০ জন কেন্দ্রীয় নেতাকে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর এই কমিটি গঠন করা হয়।
জাতীয় নাগরিক পার্টি-NCP এর আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এ কমিটিকে আগামী ১ মাসের মধ্যে সকল জেলা ও মহানগরের কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।
বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের দলের অন্য সকল পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
বরিশাল বিভাগের কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়েছে অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীনকে।
এদিকে প্রাথমিক ভাবে নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে জাতীয় নাগরিক পার্টি-NCP
তবে এখনো তাদের প্রতীক চূড়ান্ত হয়নী, শাপলা প্রতীক পেতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে দলটি!
EC যদিও বেগুন, কলম, উটপাখি সহ ৫০টি প্রতীকের মধ্য থেকে একটি বেছে নিতে বলেছে NCP কে, এ তালিকার মধ্যে নেই শাপলা।