মুহাম্মাদ রাকিব, সদর প্রতিনিধি
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সড়কে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
শনিবার ( ০৪ অক্টোবর ) পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন লিজার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে হাসপাতাল এলাকার অর্ধ শতাধিক ভাসমান দোকান ও বিলবোর্ড উচ্ছেদ করা হয়।
সড়ক মুক্ত হওয়ায় খুশি হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনেরা।
এটি পটুয়াখালী ও বরগুনা অঞ্চলের প্রধান চিকিৎসা কেন্দ্র।
এখানে প্রতিদিন কয়েক হাজার রোগী যাতায়াত করেন। এ হাসপাতালের সামনের সড়কের ফুটপাত দখল ছিল ।
সেখানে হকাররা অবস্থান করেন। এছাড়া অটোরিকশা ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড করা হয়েছে অবৈধভাবে। এতে রোগীর গাড়ি যানজটে আটকা পড়ে। এখানে হাঁটাও কষ্টকর ছিল। ২৫০ শয্যা বিশিষ্ট পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন লিজা বলেন , এখানে সড়ক দখলের কারণে রোগীদের চলাচলে সমস্যা হচ্ছিল। তাদের সরিয়ে দিলে আবার বসে পড়ে । এতে রোগী ও পথচারীরা দুর্ভোগে পড়তেন প্রতিদিন। এ সমস্যা দীর্ঘদিনের। এ অংশে সব সময় যানজট লেগে থাকত। ডাক্তার ও রোগীদের যাতায়াত নির্বিঘ্ন করতে আমরা উচ্ছেদ অভিযান চালিয়েছি। জনস্বার্থে এমন অভিযান নিয়মিত চলবে। এসময় ডা: মো: মশিউর রহমান, সাংবাদিক কাজী মামুন, মুহাম্মাদ রাকিব সহ প্রমূখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।