
সানাউর রহমান(স্টাফ রিপোর্টার):
ইসলামী ব্যাংকে বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধাভিত্তিক নিয়োগের দাবীতে নওগাঁর সাপাহারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় উপজেলা সদরের জিরো পয়েন্টে বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ এবং ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের আয়োজনে ঘন্টা ব্যাপী উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন সাপাহার ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সদস্য আব্দুল্লাহ আনছারী, ইমাম হোসেন রিফাত, আব্দুল আলিম, ছানাউর রহমান, বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদের ইমরান হোসেন, মিনহাজুল ইসলাম প্রমূখ।
বক্তারা ২০১৭-২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে ছাটাই করে মেধাভিত্তিক নিয়োগের দাবী জানান।