
মোঃমাকসুদ আলম (স্টাফ রিপোর্টার)
ভোলার লালমোহনে অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে এক কসাইকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৬ অক্টোবর) দুপুরে লালমোহন পৌরসভার ৬নং ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহ্ আজিজ।
জানা যায়, স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে কসাই জসিম অসুস্থ গরুর মাংস বিক্রি করছেন বলে অভিযোগ করেন। এ অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযানে কসাইয়ের দোকানে অসুস্থ গরুর মাংস পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ্ আজিজ বলেন, “অসুস্থ বা মৃত পশুর মাংস বিক্রি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এমন কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান অব্যাহত থাকবে।”