(স্টাফ রিপোর্টার মি. সিমরান):
ঢাকার ধামরাই উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিয়ন কুল্লা ইউনিয়ন। এই ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি মোসাঃমরিয়ম বেগম ২০০২ সাল থেকে অদ্যাবধি টানা তিনবার সফলভাবে সদস্য (মেম্বার) হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
দীর্ঘদিনের এই দায়িত্ব পালনের মাধ্যমে তিনি শুধু জনগণের আস্থা অর্জন করেননি, বরং এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে গেছেন। স্থানীয় বাসিন্দাদের মতে, মরিয়ম বেগম কখনো অর্থের বিনিময়ে নয়, বরং মানুষের ভালোবাসা ও আস্থা অর্জনের মাধ্যমে ভোট পেয়েছেন। তার সততা, মানবিকতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণেই আজও মানুষ তাকে তাদের প্রতিনিধি হিসেবে দেখতে চায়।
এলাকার জনগণ জানান, মরিয়ম বেগমের হাত ধরে শিক্ষা, যোগাযোগ ও নারীর ক্ষমতায়নে কুল্লা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। ফলে তার জনপ্রিয়তা আজও অটুট রয়েছে।
জনপ্রতিনিধি হিসেবে তিনবারের সাফল্য ও দীর্ঘদিনের সেবার স্বীকৃতি হিসেবে অনেকে তাকে “কুল্লা ইউনিয়নের উন্নয়নের কান্ডারি” বলেও আখ্যা দিয়েছেন।