রুহুল আমিন,ঢাকা জেলা (প্রতিনিধি)
২০২৫ এশিয়া কাপ বাংলাদেশ বনাম হংকং এর মধ্য কার লরাই শুরু হয়েছে আটটায় ঘোষিত সময় শুরু হওয়ার কথা শুনে গ্যালারীরতে যায়গা না পেয়ে দর্শক উল্লাসে মেতেছে গুলিস্তানের জাতীয় ফুটবল স্টেডিয়ামের বাহিরে
সকলা থেকে টিকিট কিনতে দূর দূরান্ত পেরিয়ে হামজা বাহিনীর খেলা দেখতে এসে বাংলাদেশের সমর্থনরা।
তাদের বাঘ বান্দা উল্লাসের ছলকানিতে গুলিস্তানে উল্লাসে মাতোয়ারায় দর্শকদে পরিপূর্ণ আজকের হংকং এবং বাংলাদেশের হামজা বাহিনীর মাঠ কাপানো দৃশ্য দেখতে দেশেের বিভিন্ন স্থানে থেকে আগত দর্শকদের আনাগোনায় গুলিস্তানের বাংলাদেশ ফুটবল মাঠ এবং বাহিরে চিত্র হামজা বাহিনীর কারীদের জন্য।
এদিকে হামজা হংকং এর খেলা দেখতে এসে টিকিট বিক্রির কালোবাজারের অভিযোগ করেছে দর্শনার্থীরা। তারা বলছে অনলাইনে টিকিট আগেই শেষ তাই সকাল থেকে স্টেডিয়াম টিকিট কিনতে আসলেও পর্যাপ্ত নেই বলে চড়া দামে টিকিট কিনে খেলা দেখতে হচ্ছে বলে অভিযোগ করেছে দর্শকরা।
এরমধ্যে বাংলাদেশের হয়ে হামজা চৌধুরীর ফ্রী কিকে বাংলাদেশ এক শূন্য গোলে এগিয়ে, দুর্দান্ত পারফরমেন্স হংকং এর সাথে মাঠে লড়ছে বাংলাদেশ দল,দর্শকের বাঁধ ভাঙ্গা উল্লাসে মোতোয়ারা গুলিস্তানের ফুটবল মাঠ।