সানাউর রহমান.স্টাফ রিপোর্ট:
নওগাঁর পত্নীতলা উপজেলার ৩নং দিবর ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১২ অক্টোবর রবিবার দিবর ইউনিয়নের স্থানীয় একটি মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি সামিনা পারভীন (পলি)।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মরিয়ম বেগম (শেফা) সভাপতি, পত্নীতলা উপজেলা মহিলা দল ও জেলা মহিলা দলের সদস্য।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি মর্জিনা বেগম এবং সাধারণ সম্পাদক নাদিরা বেগম।
সম্মেলনে সভাপতিত্ব করেন পত্নীতলা থানা মহিলা দলের সহ-সভাপতি খাতিজা বেগম।
বক্তারা সংগঠনের নারী কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ও শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।