সাইফুল ইসলাম( রায়পুর উপজেলা প্রতিনিধি)
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার কাজীর চর ১০নং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কিছু বসতবাড়ির মালিকরা দীর্ঘদিন ধরে তাদের পূর্বপুরুষদের জোরপূর্বক অধিগ্রহণ করা জমিতে বসত গড়ে তুলেছেন। এদের মধ্যে কেউ তাদের ইচ্ছেমত আভিজাত্য প্রকাশের জন্য আলিশান বাড়ি নির্মাণ করেছেন এবং কেউবা সহজসাধ্য উপায়ে টিনের ছাদযুক্ত চৌচালা বাড়ি গড়েছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, যেই জমিতে এই বাড়িগুলোর নির্মাণ কাজ হয়েছে, সেই জমির কোনও প্রমাণস্বরূপ দলিলপত্র তাদের নেই। বছরের পর বছর ধরে, তারা প্রায় ৬০ বছর যাবৎ এমন জমিতে বাস করে আসছেন। এদিকে, জমির প্রকৃত মালিক আলী রাজা পাটোয়ারী পরিবারের সদস্যরা। ম্যাজিস্ট্রেটের সূত্রে জানা যায়, ওই জমিতে গড়ে তোলা বাড়ির সংখ্যা এক বা দুইটি নয়, বরং সেখানে ১৫ থেকে ২০টি বাসস্থান রয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী ম্যাজিস্ট্রেট ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় এই সকল অবৈধ বাড়িগুলিকে উচ্ছেদ করা হবে। আলী রাজা পাটোয়ারী পরিবারের কেউ কেউ জানিয়েছে যে, প্রশাসনের মাধ্যমে গত কয়েক মাস ধরে প্রয়োজনীয় নোটিশ পাঠানো হয়েছে। কিন্তু প্রাপকদের দল এই নোটিশগুলো কখনই প্রকাশ করেননি এবং তারা এসব নোটিশ গোপন রেখেছেন। গতকাল অর্থাৎ ১৩ অক্টোবর, মালেক বেপারী ও সিরাজ ব্যাপারী নামক বাসিন্দাদের বাড়ি উচ্ছেদ করা বর্তমানে যারা প্রমাণ স্বরূপ দলিল ছাড়া এসব জমির দখল নিয়ে আছেন, তাদেরও এমন পরিণতি হবে। সুতরাং, সমাজের প্রতিটি মানুষের জন্য সচেতনতা থাকা অত্যন্ত জরুরি যাতে তারা প্রকৃত জমির মালিকের সাথে যোগাযোগ করতে পারেন এবং তাদের থেকে জমি কিনতে পারেন কিংবা তাদের জমি পুনরুদ্ধার করে আসল মালিকদের কাছে ফিরিয়ে দেন।