মোঃ সোলায়মান গনি, উলিপুর উপজেলা প্রতিনিধিঃ
২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসাভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন উলিপুরের শিক্ষক সমাজ।
আজ মঙ্গলবার দুপুরে উলিপুর বিজয় মঞ্চ চত্বরে ন্যায্য দাবি আদায়ে শিক্ষক ও কর্মচারীদের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক ও কর্মচারী অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, “শিক্ষক ও কর্মচারীরাই জাতি গঠনের কারিগর, অথচ তাদের জীবনযাত্রা এখন টিকে থাকার লড়াইয়ে পরিণত হয়েছে।” তারা অভিযোগ করেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়িভাড়া ও চিকিৎসাভাতা না বাড়ানোয় শিক্ষক সমাজ মারাত্মক অর্থকষ্টে পড়েছেন।
বিক্ষোভে উপস্থিত শিক্ষক নেতারা ঘোষণা দেন—
“২০% বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসাভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫% উৎসব ভাতার প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা
থামবো না।”
বক্তারা আরও বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শিক্ষকদের মানোন্নয়ন ও ন্যায্য অধিকার নিশ্চিত করা সরকারের নৈতিক দায়িত্ব। তারা দ্রুত প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই দাবিগুলো বাস্তবায়নের জোর দাবি জানান।
বিক্ষোভ শেষে শিক্ষকরা বিজয় মঞ্চ চত্বর থেকে একটি শান্তিপূর্ণ মিছিল বের করেন, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।