ডেক্স নিউজ
পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা জাতীয় নাগরিক পার্টি-NCP এর কমিটি গঠিত হয়েছে কিছুদিন আগে।
একজন প্রধান সমন্বয়কারী ও ৯ জনকে যুগ্ম সমন্বয়কারী করে ২৯ সদস্যের কমিটি ঘোষণা করা করা হয়েছে।
কিন্তু কমিটির কোন পদে রাখা হয়নী দীর্ঘদিন ধরে মঠবাড়িয়া উপজেলা NCP কিংবা তার পূর্বের জাতীয় নাগরিক কমিটি সংগঠিত ও প্রতিষ্ঠিত করার সাথে জড়িত কোন সংগঠক কিংবা নেতাকে!
এ নিয়ে উপজেলা এবং জেলার নেতাকর্মীদের মধ্যে চাঁপা ক্ষোভ বিরাজ করছে।
মঠবাড়িয়ার দীর্ঘদিনের ত্যাগী কর্মী ও সংগঠকরা বলেন- “যাদের নিয়ে কমিটি গঠিত হয়েছে তারা সবাই নতুন মুখ, এদের কাউকে আমরা চিনি না! অধিকাংশের নামও শুনিনী কখনো!”
উল্লেখ্য জাতীয় নাগরিক পার্টি-NCP আত্মপ্রকাশ করার পর দেশব্যাপী বিভিন্ন জেলা-উপজেলা কমিটি গঠিত হচ্ছে, গঠিত হচ্ছে ইউনিয়ন কমিটিও
তবে নানা অভিযোগ এনে দেশব্যাপী অসংখ্য নেতাকর্মীর পদত্যাগের খবরও শোনা যাচ্ছে প্রতিনিয়ত।