1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

উলিপুরের হাতিয়ায় জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: মোঃ সোলায়মান গনি


কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ৭টায় হাতিয়া ইউনিয়নের কদমতলায় অবস্থিত আল ফালাহ রেসিডেন্সিয়াল ক্যাডেট মাদ্রাসা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সূরা সদস্য অধ্যাপক আব্দুল জলিল সরকার। সভাপতিত্ব করেন মাওলানা মোঃ মিনহাজুল ইসলাম, সভাপতি, ৬নং ওয়ার্ড শাখা, হাতিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মোঃ হামিদুর রহমান সরকার, সেক্রেটারি, ৬নং ওয়ার্ড শাখা।

পবিত্র কুরআন তেলাওয়াত ও দাওয়াতি দারস উপস্থাপন করেন উলিপুর উপজেলার সাবেক আমির মাওলানা মোঃ মশিউর রহমান।

সভায় বক্তৃতা রাখেন হাতিয়া ইউনিয়ন শাখার সেক্রেটারি মাওলানা মোঃ রফিকুল ইসলাম,
৬নং ওয়ার্ডের সেক্রেটারি মোঃ হামিদুর রহমান,
এবং হাতিয়া ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আক্কাস আলী।

প্রধান অতিথি অধ্যাপক আব্দুল জলিল সরকার বলেন—

“এই নির্বাচনী সাধারণ সভা কেবল নেতৃত্ব নির্বাচনের জন্য নয়; এটি ইসলামী আদর্শে সমৃদ্ধ সমাজ গঠনের অঙ্গীকার। সততা, ন্যায়পরায়ণতা ও ইসলামী মূল্যবোধ বজায় রেখে আমাদের নেতৃত্ব দিতে হবে। ঐক্য ও পরিশ্রমের মাধ্যমেই আমরা শক্তিশালী নেতৃত্ব গঠন করতে পারব, ইনশাআল্লাহ।”

 

সভায় প্রশ্নোত্তর ও নির্বাচনী আলোচনাও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনাব নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারি ও কেয়ারটেকার, ৪ ও ৬নং ওয়ার্ড, হাতিয়া ইউনিয়ন শাখা।

শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ রফিকুল ইসলাম, সেক্রেটারি, হাতিয়া ইউনিয়ন শাখা।
পরে উপস্থিতদের মাঝে তাবারক বিতরণ করা হয়।

সভাটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং এতে উপস্থিত নেতাকর্মীরা ইসলামী আদর্শে ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আয়োজনে: বাংলাদেশ জামায়াতে ইসলামী, ৬নং ওয়ার্ড, হাতিয়া ইউনিয়ন শাখা, উলিপুর, কুড়িগ্রাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট