ইয়াসিন আহমেদ শরিফ, স্টাফ রিপোর্টার মৌলভীবাজার:
স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা’র উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) বিকাল ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শ্রীমঙ্গলের পশ্চিম ভাড়াউড়া আমজাদ আলী রোডে অনুষ্ঠিত এই ক্যাম্পেইনে দুই ঘণ্টাব্যাপী শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং তাৎক্ষণিক ফলাফল জানিয়ে দেওয়া হয়।
ক্যাম্পেইনে টেকনেশিয়ান হিসেবে উপস্থিত থেকে ব্লাড গ্রুপ নির্ণয় করেন সংগঠনের সভাপতি মঈনুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক টিটু, সাধারণ সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আহমেদ শরিফ, সহ-প্রচার সম্পাদক শাওন দোষাদ, কার্যকরী সদস্য মোঃ রাকিব ও মোঃ হাবিবুর রহমান প্রমুখ।
শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা’র সভাপতি মঈনুল ইসলাম জানান, মানুষের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের বিকল্প নেই। সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।